দেশের রাজা-মহারাজাদের নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের, তীব্র নিশানা মোদীর
বেলাগভি, ২৮ এপ্রিল (হি. স.): প্রাচীন ভারতের রাজা-মহারাজাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এবার কংগ্র
modi


বেলাগভি, ২৮ এপ্রিল (হি. স.): প্রাচীন ভারতের রাজা-মহারাজাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী বলেছিলেন, যখন রাজা-মহারাজাদের রাজত্ব ছিল, তখন তাঁরা যা খুশি করতেন। প্রজাদের থেকে জমি ইচ্ছামতো নিয়ে নিতেন।

কর্নাটকের বেলাগভি থেকে এক জনসভায় মোদী বলেন, এই যুবরাজ বলছে, ভারতের রাজা-মহারাজারা অত্যাচারী ছিলেন। তাঁরা গরিবদের জমি ইচ্ছামতো কেড়ে নিতেন। এসব বলে ছত্রপতি শিবাজি, কিত্তুরের রানী চেন্নাম্মার মতো মহান ব্যক্তিত্বদের অসম্মান করা হয়েছে। শিবাজি মহারাজ কিংবা কিত্তুরের রানী চেন্নাম্মাদের আমলের সুশাসন ও তাঁদের দেশপ্রেম যে আজও দেশকে পথ দেখায়, সে কথাও মনে করিয়ে দেন মোদী। প্রধানমন্ত্রী রাহুলকে মোদী মনে করিয়ে দেন, মহীশূরের রাজ পরিবারের সুশাসনের কথাও।

প্রধানমন্ত্রী মোদীর মতে, ইচ্ছাকৃতভাবেই ভোটব্যাঙ্কের রাজনীতি ও তোষণের রাজনীতির জন্য এই ধরনের মন্তব্য করছেন রাহুল গান্ধী।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande