আইএসএল: রবিবার ঘরের মাঠে মোহনবাগানের কাছে সেমিফাইনালটা যেন ফাইনাল
কলকাতা, ২৮ এপ্রিল(হি.স.): রবিবার ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের কাছ
আইএসএল: রবিবার ঘরের মাঠে মোহনবাগানের কাছে সেমিফাইনালটা যেন ফাইনাল


কলকাতা, ২৮ এপ্রিল(হি.স.): রবিবার ইন্ডিয়ান সুপার লিগে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগানের কাছে ওডিশা এফসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটা যেন ফাইনাল। খেতাব ধরে রাখার লড়াই এদিন।কিছুদিন আগে হাবাস বাহিনী প্রথম বার আইএসএলে লিগ শিল্ড জিতে ইতিহাস গড়েছে। এবার নকআউট ট্রফি জিততে পারলে দারুণ একটা ব্যাপার হবে। কিন্তু কাজটা কিছুটা কঠিন হয়েছে। কারণ প্রথম লেগে কলিঙ্গ স্টেডিয়ামে ওডিশার কাছে মোহনবাগান হেরে বসে আছে ১-২ ব্যবধানে। ফাইনালে যেতে হলে রবিবার মোহনবাগানকে ঘরের মাঠে জিততেই হবে।ওডিশা এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে হাবাস বলছেন, ‘প্রথম লেগ হারলেও ফিরতি লেগ নিয়ে আত্মবিশ্বাসী। রবিবার একশ শতাংশ দিয়েই জিততে চাই। আমাদের কাছে আজ সেমিফাইনালটা যেন ফাইনাল।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande