ত্রিপুরার মোহরছড়ায় নাবালিকার বিয়ে ভেস্তে দিল মহকুমা প্রশাসন ও চাইল্ড লাইন
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৮ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের
Administration has canceled the marriage of minors in Tripura


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৮ এপ্রিল (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের প্রচেষ্ঠায় ভেস্তে গেল এক নাবালিকার বিয়ে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া এলাকার।

তেলিয়ামুড়ার ডিসিএম সৌরভ দাস জানিয়েছেন, খোয়াই চাইল্ড লাইনের কাছে গোপন খবর আসে মোহরছড়া এলাকার নন্দলাল দাস নামের এক ব্যক্তির নাবালিকা মেয়েকে বলপূর্বক আগরতলার এক যুবকের সঙ্গে হিন্দু সামাজিক রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যদি ও সম্পূর্ণটাই ছিল বেআইনি। এই অভিযোগ পেয়ে খোয়াই চাইল্ড লাইনের তৎপরতায় তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন এবং তেলিয়ামুড়া থানার পুলিশ সম্মিলিতভাবে অভিযান চালায়।

পুলিশ, মহাকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনের উপস্থিতি টের পেয়ে নাবালিকার পরিবারের লোকজন গা ঢাকা দেন। সেই সঙ্গে নাবালিকার গৃহ এলাকার লোকজন সহ পরিবারের সদস্যরা পুলিশ, মহকুমা প্রশাসন এবং চাইল্ড লাইনকে কোনও ধরনের সহায়তা করেননি বলেও অভিযোগ। যদিও আপাতত মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ডিসিএম সৌরভ দাস ডেকোরেটরের জিনিসপত্র সহ বিয়ের আনুষঙ্গিক কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত করেছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande