আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার বৈঠক
আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের দুই ধাপ শেষ হওয়ার পরপরই রবিবার আইএনডিআইএ ব্লকের ব্যান
আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার বৈঠক


আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের দুই ধাপ শেষ হওয়ার পরপরই রবিবার আইএনডিআইএ ব্লকের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতাকারী কংগ্রেস প্রার্থী তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেছেন, ত্রিপুরার আদিবাসী ভোটারদের একটি বড় অংশ কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা রবিবার আগরতলায় কংগ্রেস ভবনে দলের আদিবাসী (এসটি) শাখার সাথে একটি বৈঠকের সভাপতিত্ব করেন। তিনি বলেন, আদিবাসী কংগ্রেস কর্মীরা সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, আদিবাসীদের এই অবদান কংগ্রেস পার্টির কার্যকারিতা বাড়াবে।

তিনি বলেন, পার্টির এসটি বিভাগের আদিবাসীদের সাথে বৈঠকটি কংগ্রেস দলকে আরও শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করার লক্ষ্যে। যে উপজাতি নেতা এবং প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে তারা নির্বাচনের আগে আরও কয়েকটি সংগঠন ছেড়ে কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande