নির্বাচনী প্রচারের গানে কমিশনের নিষেধাজ্ঞা, অভিযোগ আম আদমি পার্টির
নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): তাদের নির্বাচনী প্রচারের গান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রবিবার এম
aap


নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): তাদের নির্বাচনী প্রচারের গান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। রবিবার এমনটাই অভিযোগ করা হলো আম আদমি পার্টির তরফে।

তাদের অভিযোগ, তাদের গান জেল কে জবাব মে, হাম ভোট দেঙ্গে, এই গান নিষিদ্ধ করা হয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে, এই গান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে খারাপ ভাবে উপস্থাপন করেছে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে এএপি নেত্রী অতিশী বলেন, সম্ভবত এই প্রথম যে, নির্বাচন কমিশন কোনও দলের প্রচারের গানের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি বলেন, এই গানে কোনওভাবেই কোনও দলের নাম উল্লেখ করা হয়নি, নির্বাচনী বিধিও ভাঙা হয়নি। তাঁর কটাক্ষ, যদি ক্ষমতাসীন দল একনায়কতন্ত্র চালায় তাহলে সেটি ঠিক, কিন্তু কেউ যদি এটা নিয়ে কথা বলেন তাহলেই সেটি ভুল!

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande