ফাইজার ও বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত ফরাসি ফুটবলার জাভিয়ের ফুমু তামুজোর
প্যারিস, ২৮ এপ্রিল (হি.স.) : ফ্রান্সের সদ্য প্রাক্তন ফুটবলার ফ্রাঁসোয়া জাভিয়ের ফুমু তামুজো।খুব একটা
ফাইজার ও বায়োএনটেক এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে  মামলা করারও সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ফুটবলারজাভিয়ের ফুমু তামুজো


প্যারিস, ২৮ এপ্রিল (হি.স.) : ফ্রান্সের সদ্য প্রাক্তন ফুটবলার ফ্রাঁসোয়া জাভিয়ের ফুমু তামুজো।খুব একটা পরিচিত খেলোয়াড় তিনি নন।তা সত্ত্বেও তিনি আলোচনায় এসেছেন অন্য এক কারণে।ফ্রান্সের দ্বিতীয় স্তরের ক্লাব লাভালেতে খেলা এই স্ট্রাইকার বলেছেন, ২০২২ সাল থেকে চোটের কারণে মাঠের বাইরে আছি।সেরে না ওঠার জন্য সম্প্রতি অবসর নিতে বাধ্য হয়েছি। আর আমার এই অবস্থার জন্য দায়ী করোনার টিকা উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক।তাই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত নিয়েছি। শুধু এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়,ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ফুটবলারদের জন্য এই টিকা সরবরাহ করায় তাদের বিরুদ্ধেও আমি মামলা করতে পারি।তামুজো মনে করেন, করোনার টিকা নেওয়ার সঙ্গে তাঁর চোটে পড়ার সরাসরি সম্পর্ক রয়েছে। ৩টি ডোজের প্রথম ডোজ ২০২১ সালের জুলাইয়ে, দ্বিতীয়টি একই বছরের আগস্টে এবং শেষটি ২০২২ সালের মার্চে। আর এই টিকা নেওয়ার পর থেকেই তার শরীরে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, যা তাঁর শরীরে বিরূপ প্রভাব ফেলে শরীরকে ক্ষতিগ্রস্ত করেছে।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande