বহরমপুরের সভা থেকে ফের সন্দেশখালির প্রসঙ্গ টেনে তৃণমূলকে নিশানা নাড্ডার
বহরমপুর, ২৮ এপ্রিল (হি. স.): বহরমপুরের ভোটের প্রচার থেকে ফের একবার সন্দেশালির প্রসঙ্গ উঠে এল বিজেপির
nadda


বহরমপুর, ২৮ এপ্রিল (হি. স.): বহরমপুরের ভোটের প্রচার থেকে ফের একবার সন্দেশালির প্রসঙ্গ উঠে এল বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার মুখে। তিনি বলেন, শেখ শাহজাহানকে আড়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ব্যবহার একেবারে অনুচিত।

তিনি বলেন, সন্দেশখালির মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলার মহিলাদের উপর অত্যাচার করেছে তৃণমূলের নেতা। সন্দেশখালিতে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে তার তীব্র নিন্দা করেন নাড্ডা।

সন্দেশখালিতে উদ্ধার হওয়া অস্ত্র প্রসঙ্গে বলতে গিয়ে নাড্ডা বলেন, যেখানে রবীন্দ্র সঙ্গীত শোনা যেত সেখানে এখন গুলি-বোমার শব্দ শোনা যাচ্ছে। কোন পথে মমতা নিয়ে যেতে চাইছেন বাংলাকে ? ভয়, হুমকি দেখিয়ে ভোট জিততে চাইছে রাজ্যের তৃণমূল সরকার। সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দরা কি এই বাংলাই দেখতে চেয়েছিলেন ?’

বহরমপুর থেকে এদিন নাড্ডা বলেন, বিজেপি এখানে ৩৫ টির বেশি আসনে জিতবে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande