আউটার মণিপুর লোকসভা আসনে পুনর্ভোটের হার ৮১.১৬ শতাংশ
ইমফল, ৩০ এপ্রিল (হি.স.) : আজ মঙ্গলবার আউটার মণিপুর লোকসভা আসনের ছয়টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত পুনর্ভোটে
81.16 per cent voter turnout recorded in repolling in Outer LS seat


ইমফল, ৩০ এপ্রিল (হি.স.) : আজ মঙ্গলবার আউটার মণিপুর লোকসভা আসনের ছয়টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত পুনর্ভোটে বিকাল চারটা পর্যন্ত ৮১.১৬ শতাংশ ভোটদান হয়েছে, জানানো হয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে। পুনর্ভোটে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজ সকাল সাতটায় ভোটদান শুরু হয়েছিল ছয়টি ভোটকেন্দ্ৰে। শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ভোট পৰ্ব।

গত ২৬ এপ্রিল ওই ছয়টি ভোটকেন্দ্রের মধ্যে চারটিতে ভোটগ্রহণ শেষ হওয়ার আগে অজ্ঞাতপররিচয় দুষ্কৃতীরা ইভিএম এবং ভিভিপ্যাটের ক্ষতি করেছিল। এছাড়া একটি ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি এবং অন্যটিতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের হুমকি ও ভীতি প্রদর্শনের জন্য ভোটগ্রহণ সম্পন্ন করা যায়নি। যার দরুন ওই ছয় কেন্দ্রে পুনর্ভোটের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

উখরুল বিধানসভা এলাকার চারটি কেন্দ্র, সেনাপতির উখরুল এবং করং-এর চিঙ্গাই বিধানসভা এলাকার একটি করে কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হয়েছিল। উখরুল জেলার পাঁচটি ভোটকেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১৫৬ জন।

প্ৰসঙ্গত, ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় আউটার মণিপুর লোকসভা কেন্দ্রের ২৮টি বিধানসভা কেন্দ্রের ১৩টিতে ভোটগ্রহণের সময় ৪.৮৪ লক্ষ ভোটারের মধ্যে ৭৬.০৬ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

১৯ এপ্রিল প্রথম দফায় ইনার মণিপুর লোকসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande