বিদ্যুৎ পরিষেবা ও পানীয়জল সরবরাহের দাবিতে ফের পথ অবরোধ কৈলাসহরে
কৈলাসহর (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : বিদ্যুৎ পরিষেবা ও পানীয়জল সরবরাহের দাবিতে ফের পথ অবরোধ আন্দো
বিদ্যুৎ পরিষেবা ও পানীয়জল সরবরাহের দাবিতে ফের পথ অবরোধ কৈলাসহরে


কৈলাসহর (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : বিদ্যুৎ পরিষেবা ও পানীয়জল সরবরাহের দাবিতে ফের পথ অবরোধ আন্দোলন। মঙ্গলবার সকালে ঊনকোটি জেলার কৈলাসহরের কাউলিকুড়া এলাকায় তিনটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী।

জানা গিয়েছে, ২৬ এপ্রিল কৈলাসহর মহকুমা জুড়ে প্রবল ঝড় বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। ফলে পূর্ব কাউলিপুরা ৩ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।এলাকাবাসীরা দফায় দফায় কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই মঙ্গলবার সকালে কৈলাসহর কাউলিকুরা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ জারি রাখবে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস পেয়ে অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী টিংকু রায়ের পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সমস্যা নিরসনের লক্ষ্যে।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande