ভারতীয় নৌবাহিনী যুদ্ধ-প্রস্তুত ও বিশ্বাসযোগ্য বাহিনীতে পরিণত হয়েছে : দীনেশ ত্রিপাঠি
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এডমিরাল দীনেশ ত
দীনেশ ত্রিপাঠি


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন এডমিরাল দীনেশ ত্রিপাঠি। মঙ্গলবার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে মা রজনী ত্রিপাঠির আশীর্বাদ নেন দীনেশ, তিনি দিল্লিতে জাতীয় যুদ্ধস্মারকেও শ্রদ্ধা নিবেদন করেছেন।

নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে এডমিরাল দীনেশ ত্রিপাঠি বলেছেন, বছরের পর বছর ধরে, আমাদের নৌবাহিনী একটি যুদ্ধ-প্রস্তুত, সমন্বিত, বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যৎ-প্রমাণ বাহিনীতে পরিণত হয়েছে। সামুদ্রিক ক্ষেত্রে বিদ্যমান এবং উদীয়মান চ্যালেঞ্জগুলি নির্দেশ করে যে ভারতীয় নৌবাহিনীকে শান্তিতে সমুদ্রে সম্ভাব্য প্রতিপক্ষকে প্রতিহত করতে এবং সমুদ্র থেকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য সর্বদা সক্রিয়ভাবে প্রস্তুত থাকতে হবে। এটিই আমার লক্ষ্য এবং প্রচেষ্টা থাকবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande