ত্রিপুরা : লেফুঙ্গায় নেশা সেবনকারীদের দৌলতে ভেঙে পড়ল লোহার ব্রিজ
আগরতলা, ৩০ এপ্রিল (হি.স.) : নেশা সেবনকারীদের দৌলতে ভেঙে পড়ল লোহার ব্রিজ৷ ঘটনা আগরতলা শহরের উত্তরে লে
ত্রিপুরা : লেফুঙ্গায় নেশা সেবনকারীদের দৌলতে ভেঙে পড়ল লোহার ব্রিজ


আগরতলা, ৩০ এপ্রিল (হি.স.) : নেশা সেবনকারীদের দৌলতে ভেঙে পড়ল লোহার ব্রিজ৷ ঘটনা আগরতলা শহরের উত্তরে লেফুঙ্গা আরডি ব্লকের অধীন ফোঁটাপাড়া এলাকার৷ লেফুঙ্গা থেকে ফোঁটাপাড়া যাওয়ার একমাত্র লোহার ব্রিজটি মঙ্গলবার দুপুরে মাঝ–বরাবর ঝুঁকে গিয়েছে৷ তাতে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়৷

এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকমাস ধরে এলাকার কিছু নেশা সেবনকারী যুবক নেশার সামগ্রী ক্রয় করার জন্য ওই ব্রিজের লোহার নাট–বোল্ট সহ নানা আকারের রড খুলে নিয়ে যায়৷ এতে ব্রিজটি নড়েবরে হয়ে পড়ে৷ এ ব্যাপারে কারও কোনও হেলদোল নেই৷ পরিস্থিতি দিনের পর দিন ভয়ানক হয়ে যায়৷

স্থানীয়দের আরও অভিযোগ, এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য চলছে৷ স্কুল–পড়ুয়ারা পর্যন্ত নেশা সামগ্রীর টাকা জোগাড় করার জন্য বাড়িঘরের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে বিক্রি করে দিচ্ছে৷ এই পরিস্থিতি থেকে কোনও ভাবেই নিস্তার মিলছে না৷

এদিকে, মঙ্গলবার একটি বালি বোঝাই ট্রাক ওই ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। সে সময় আচমকা ব্রিজটি মাঝ–বরাবর ভেঙে যায়৷ তবে অল্পের জন্য রক্ষা পায় গাড়িটি৷

খবর পেয়ে সেখানে পৌঁছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা৷ দপ্তরের তরফ থেকে পরবর্তীতে কী করা যায় সে ব্যাপারে চলছে আলাপ–আলোচনা৷ তবে লেফাঙ্গা থেকে ফোঁটাপাড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande