অরবিন্দ কেজরিওয়াল ভালো আছেন, তিনি ইনসুলিন পাচ্ছেন : ভগবন্ত মান
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল ভালো আছনে, তিহার জেলে তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে। মঙ্
ভগবন্ত মান


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): অরবিন্দ কেজরিওয়াল ভালো আছনে, তিহার জেলে তাঁকে ইনসুলিন দেওয়া হচ্ছে। মঙ্গলবার এই স্বস্তির খবর জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিহার জেলে কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাতের পর এদিন ভগবন্ত মান বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্য ভালো আছে এবং ইনসুলিনও পাচ্ছেন। তিনি আমাকে পঞ্জাবের গমের উৎপাদন এবং রাজ্যে বিদ্যুৎ সরবরাহের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন।

ভগবন্ত মান আরও বলেছেন, পঞ্জাবে সরকরি স্কুলের ১৫৮ জন শিক্ষার্থী জেইই মেইন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, শুনে তিনি খুব খুশি হয়েছেন। আমার সাম্প্রতিক গুজরাট সফর সম্পর্কে, আমি তাঁকে বলেছি এএপি-র জন্য একটি মন ছুঁয়ে যাওয়া প্রতিক্রিয়া ছিল। অরবিন্দ কেজরিওয়াল বার্তা দিয়েছেন, সংবিধান বাঁচাতে জনগণকে ভোট দিতে হবে। আমাদের সকল নেতা দলের পক্ষে প্রচার চালাবেন।”

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande