নির্জনতার সুযোগে সোনামুড়ার শোভাপুর গ্রামের এক বাড়িতে হাত সাফাই নিশিকুটুম্বদের
বক্সনগর (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : নির্জনতার সুযোগে হাত সাফাই করেছে নিশিকুটুম্বরা। ঘটনা সিপাহি
নির্জনতার সুযোগে সোনামুড়ার শোভাপুর গ্রামের এক বাড়িতে হাত সাফাই নিশিকুটুম্বদের


বক্সনগর (ত্রিপুরা), ৩০ এপ্রিল (হি.স.) : নির্জনতার সুযোগে হাত সাফাই করেছে নিশিকুটুম্বরা। ঘটনা সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন শোভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেনের বাড়িতে সোমবার রাতে ঘটেছে।

কামাল হোসেন জানান, বর্তমানে তিনি চাকরি সূত্রে পরিবার নিয়ে পানিসাগরে থাকেন। সে জন্য গ্রামের বাড়িটি এখন জনশূন্য। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে তাঁর বাড়িতে হানা দিয়েছে নিশিকুটুম্বরা।

তিনি জানান, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি বাড়ির লাইটের সুইচ অফ করে যান। হঠাৎ তাঁর কাছে ফোন যায় বাড়ির ঘরে এবং বাইরে লাইট জ্বলছে। তখনই তিনি সে বিষয়ে তাঁর পরিজনদের জানান। তাঁর বাড়ির পার্শ্ববর্তী লোকেরা তাঁকে ফোনে জানান যে, তার বাড়িতে আলো জ্বলছে কিন্তু মূল ঘরের গ্রিলের তালা ভাঙে। তখনই তার সন্দেহ হয় হয়তো–বা তাঁর বাড়িতে চুরি হয়েছে।

এর পর তিনি কর্মক্ষেত্র থেকে বাড়ি এসে ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান, চোরের দল জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র লণ্ডভণ্ড করে দিয়েছে।

বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেন তিনি। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে জানান। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande