কংগ্রেসের শুধু একটাই পরিচয় বিশ্বাসঘাতকতা : প্রধানমন্ত্রী
ধারাশিব, ৩০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মো
প্রধানমন্ত্রী


ধারাশিব, ৩০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের ধারাশিবে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেসের শুধু একটাই পরিচয় বিশ্বাসঘাতকতা। জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, একটি দুর্বল সরকার কি একটি শক্তিশালী দেশ তৈরি করতে পারে? কংগ্রেস সরকার কি ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে? জনসভায় থেকে ভেসে আসে, না শব্দ।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, মোদী দিন-রাত পরিশ্রম করে আপনাদের জীবন বদলে দিচ্ছেন। অন্যদিকে, ইন্ডি জোট মোদীকে বদলাতে সব রকম চেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের জীবন পরিবর্তন করতে চাই, কিন্তু তাঁরা আমাকে পরিবর্তন করতে চায়। প্রধানমন্ত্রীর কথায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাঁদের 'মহব্বত কি দুকান'-এ নকল ভিডিও বিক্রি করা হচ্ছে...তারা মোদীর বক্তৃতা ও কণ্ঠ ব্যবহার করে নকল ভিডিও তৈরি করছে। কংগ্রেস হেরে যাওয়ার ভয় পাচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande