কংগ্রেস ও বিআরএস দুর্নীতি, মিথ্যা এবং প্রতারণার সমার্থক : প্রধানমন্ত্রী
জহিরাবাদ, ৩০ এপ্রিল (হি.স.): কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কে একযোগে তুলোধনা করলেন প্রধানমন্
 প্রধানমন্ত্রী


জহিরাবাদ, ৩০ এপ্রিল (হি.স.): কংগ্রেস ও ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-কে একযোগে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তেলেঙ্গানার জহিরাবাদে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি তেলেঙ্গানার সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কংগ্রেস এবং বিআরএস দুর্নীতি, মিথ্যা এবং প্রতারণার সমার্থক। প্রধানমন্ত্রীর কথায়, একটা সময় ছিল যখন বিশ্ব উন্নতি করছিল, কিন্তু কংগ্রেস ভারতকে দুর্নীতির জালে আটকে রেখেছিল। বিশ্ব অর্থনৈতিক উন্নতি করছিল, কিন্তু ভারত নীতি পক্ষাঘাতের শিকার চিল।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, এনডিএ অনেক কষ্টে ভারতকে সেই সময়কাল থেকে বের করে এনেছে। কিন্তু, কংগ্রেস আবার দেশকে পুরনো খারাপ দিনে নিয়ে যেতে চায়। কংগ্রেস যেখানেই থাকুক না কেন, তাঁদের রাজনীতির পাঁচটি চিহ্ন থাকে। প্রথম - মিথ্যা প্রতিশ্রুতি, দ্বিতীয় - ভোট ব্যাংকের রাজনীতি, তৃতীয় - মাফিয়া ও অপরাধীদের উৎসাহ, চতুর্থ - পরিবারতন্ত্রএবং পঞ্চম - দুর্নীতি। এই পাঁচটি চিহ্ন একসঙ্গে কংগ্রেসের থাবা তৈরি করে। মোদী বলেছেন, কংগ্রেস-বিআরএস আলাদা নয়, বরং উভয়ই একই দুর্নীতির চক্রের সদস্য। কংগ্রেস-বিআরএসের এই দুর্নীতির র‌্যাকেট কতটা ছড়িয়েছে তাও দিল্লির আবগারি কেলেঙ্কারি থেকে দেখা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande