ঊর্ধ্বমুখী তাপমাত্রা, বেঙ্গল সাফারি পার্কে পশুপাখিদের জন্য বিশেষ ব্যবস্থা
শিলিগুড়ি, ৩০ এপ্রিল (হি.স.): তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, এরই প্রেক্ষিতে শিলিগুড়ির বেঙ্গল সাফা
ঊর্ধ্বমুখী তাপমাত্রা


শিলিগুড়ি, ৩০ এপ্রিল (হি.স.): তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, এরই প্রেক্ষিতে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পশু-পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। খাঁচার মধ্যে একাধিকবার স্নানের ব্যবস্থার পাশাপাশি খাবার ও জলের সঙ্গে দেওয়া হচ্ছে ওআরএস। খাঁচার সামনে থাকছে এয়ার কুলার।

২৪ ঘন্টা, দিন-রাত নজরদারি চালাচ্ছেন কর্মী ও চিকিৎসকেরা। পাখি-সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারে বিশেষ ছাউনির ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য রয়েছে জেনারেটর। সার্বিকভাবে বলতে গেলে, সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে পশু-পাখিদের সুস্থতায়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande