সিংহের মত হৃদয়, লড়াকু প্রবৃত্তি, বাংলা চায় উত্তরপ্রদেশ মডেল : যোগী আদিত্যনাথ
দুর্গাপুর, ৩০ এপ্রিল (হি.স.): 'রাম জন্মভূমির মুক্তির জন্য এই বাংলা থেকে যাওয়া কোঠারি ভাইয়েরা আত্মত
যোগী আদিত্যনাথ


দুর্গাপুর, ৩০ এপ্রিল (হি.স.): 'রাম জন্মভূমির মুক্তির জন্য এই বাংলা থেকে যাওয়া কোঠারি ভাইয়েরা আত্মত্যাগ করেছিলেন। একদা এই বাংলায় অনুবাদ হয়েছিল 'রামায়ণ'। অনেক স্বাধীনতা সংগ্রামীর জন্মভূমি। ভারতকে জাতীয় সঙ্গীত দিয়েছে বাংলা। আর এই বাংলায় আজ 'জয় শ্রী রাম' বললে গুলি করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়। রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়। তাই সিংহের মত হৃদয়, লড়াকু প্রবৃত্তি। বাংলা চায় উত্তরপ্রদেশ মডেল।' মঙ্গলবার অন্ডালের খান্দরায় বিজেপির জনসভা থেকে বিজেপির নেতৃত্বে সোনার বাংলা গড়ার ডাক দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে আসরে নেমেছে গেরুয়া শিবির। মঙ্গলবার অন্ডালের খন্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে জনসভা ছিল। তাতে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন ওই জনসভা থেকে রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেন। এদিন তিনি বলেন, বাংলাবাসীর জন্য যে মমতা দরকার ছিল। সেই মমতা দেওয়া হয় এখানের সমাজবিরোধী অপরাধীদের। বাংলার কৃষ্টি, ঐত্যিহ্য সংস্কৃতি টেনে তিনি বলেন, যে বাংলার ঐতিহ্য গর্ব অনুভুতি হয়। ভারতকে জাতীয় সঙ্গিত দিয়েছে বাংলা। আধ্যাত্মিক চেতনা, বিজ্ঞানী ও সাহিত্যিকদের জন্মভুমি। স্বাধীনতা সংগ্রামিদের পিঠস্থান। সেই বাংলা আজ হিংসা, অরাজকতা, দুর্নীতিতে জর্জরিত। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে গোটা ভারত চিন্তিত। তিনি আরও বলেন, যে বাংলায় রামায়ন লেখা হয়েছিল। যে বাংলার বিবেকানন্দ বলেছিল, গর্ব করে বলো হিন্দু। সেই বাংলা আজ হিংসা আর অস্ত্রের ঝনঝনাতি ত্রস্ত। ১৯৪৭ সালে যে কারনে দেশ ভাগ হয়েছিল। ঠিক একই কারনে আবারও কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দেশ বিভাজনের চেষ্টা চালাচ্ছে। সন্দেশখালির ঘটনা টেনে বলেন, গোটা দেশকে সভ্যতা, সংস্কৃতি শেখানোর বাংলা ভুমিতে সন্দেশখালির ঘটনা হয়। আর সেই অপরাধীদের বাঁচানোর কাজ করে তৃণমূল সরকার। বড় কষ্ট হয়। এখানের বীরভুমে ৭ টা বিধানসভার ৩ টা বিধানসভার ডেমেক্রেটি বদলে গেছে। এদিন

নিজের রাজ্য উত্তর প্রদেশের উন্নয়নের সঙ্গে তুলনা করে বলেন, বাংলায় যে কাজ দিদি ১৫ বছরে করতে পারেনি, সেকাজ মাত্র ৫ বছরে উত্তরপ্রদেশে করে দেখিয়েছি। উত্তরপ্রদেশে ৫৭ লক্ষ আবাস যোজনার বাড়ী করা হয়েছে। আর পশ্চিমবঙ্গে আবাস যোজনায় বাড়ী করতে দেয় না তৃণমূল সরকার। আয়ুস্মান ভারত যোজনা চালু করতে দেয় না তৃণমূল সরকার। তিনি ইন্ডিজোটকে আক্রমণ করে বলেন, কংগ্রেস, তৃণমূল আর সিপিএম তিন দলের নাম আলাদা কিন্তু ওরা একই থলিতে মিলেমিশে থাকে। ওদের লুটতরাজ ও দুর্নীতির পথও একই। ওই তিন দলকে বিশ্বাস করবে না।

তিনি বলেন, উত্তরপ্রদেশের মাফিয়া রাজ বন্ধ করে দিয়েছি। মাফিয়ারা বলছে ফুটপাতে ঠ্যালা নিয়ে ব্যবসা করব। গলায় কবজ ঝুলিয়ে তারা প্রার্থনা করে আমাদের প্রাণে মেরো না। উত্তরপ্রদেশে ৫০ হাজার জায়গা দূর্গাপূজা হয়। কোন দাঙ্গা হয় না। কোন কার্ফু হয় না। দাঙ্গা করলে উল্টো ঝুলিয়ে রাখা হয়। তাদের সাত পুরুষের নাম ভুলে যায়। দাঙ্গা ভুলে যায়। তাদের সম্পত্তি দখল করে গরিবদের বিলি করা হয়।

তিনি আরও বলেন, আপনাদের বাংলা, আপনাদের সুরক্ষা। আপনাদের হাতে। আপনারা নির্নয় করবেন। বিজেপিকে নির্নয় করলে সমৃদ্ধ ও সুরক্ষিত বাংলা হবে। সিংহের মত হৃদয়। লড়াকু প্রবৃত্তি। বাংলাকে চায় উত্তরপ্রদেশ মডেল।

হিন্দুস্থান সমাচার। জয়দেব।




 

 rajesh pande