মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা' নীতি বিজেপির: রাজীব চন্দ্রশেখর
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.): মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা' নীতি বিজেপির। প্রজ্
revanna


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.): মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে 'শূন্য সহনশীলতা' নীতি বিজেপির। প্রজ্জ্বল রেভান্নার আপত্তিকর ভিডিও কাণ্ডে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তিরুবনন্তপুরম লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখর।

মঙ্গলবার তিনি বলেন, নারীদের বিরুদ্ধে যে কোনও অপরাধের প্রতি আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে... এই ঘটনায় অনেক প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই প্রজ্জ্বল রেভান্নাকে বরখাস্ত করেছে জেডিএস, কিন্তু কর্ণাটক সরকার কেন এতদিন ধরে কিছু করেনি?... কেন কংগ্রেস দ্বিচারিতা করছে? মহিলাদের বিরুদ্ধে অন্যায়ের প্রসঙ্গ যখন আসে কেন কংগ্রেস সন্দেশখালির ঘটনার নিন্দা করে না? তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উল্লেখ্য, প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ করেন বলে জানা যায়। যা নিয়ে ভোট বাজারে উত্তাল হয়ে ওঠে রাজনৈতিক পরিস্থিতি। তার জেরেই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে বরখাস্ত করে জেডিএস। কোর কমিটির বৈঠকের পর মঙ্গলবার প্রজ্জ্বল রেভান্নাকে বরখাস্ত করা হয়।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande