মঙ্গলবার ভারত অধিনায়ক রোহিতের ৩৭তম জন্মদিন
কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): মঙ্গলবার ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। ১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে
rohit


কলকাতা, ৩০ এপ্রিল (হি.স.): মঙ্গলবার ভারত অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। ১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে জন্ম হয় রোহিতের। এদিন ৩৬ পেরিয়ে ৩৭-এ পা দিলেন তিনি।

জন্মদিনে আজ সকাল থেকেই শুভেচ্ছা জোয়ারে ভাসছে সোশ্যাল মিডিয়া।

ভারতীয় ক্রিকেট অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছে বিসিসিআই ৷ তাতে রোহিতের এক ছবি দিয়ে কেরিয়ারের কিছু পরিসংখ্যন তুলে ধরা হয়েছে ৷

ভারত অধিনায়ক এখন পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৪৭২টি। আন্তর্জাতিক ম্যাচে ১৮ হাজার ৮২০ রান রয়েছে তাঁর ঝুলিতে ৷ বিশ্ব ক্রিকেটে ৪৮টি শতরানের মালিক 'হিটম্যান' ৷

ভারত অধিনায়ক তার কেরিয়ারে গুচ্ছ গুচ্ছ রেকর্ড করেছেন। ভারত অধিনায়কের জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর কেরিয়ারের সেরা পাঁচটি বিশ্ব রেকর্ড।

**আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে রোহিতের ৷ ইডেনে শ্রীলঙ্কার ২৬৪ রানের বিশ্বরেকর্ড করে ছিলেন তিনি।

**আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও দুর্দান্ত সাফল্য রয়েছে রোহিতের। তার নেতৃত্বে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

**প্রথম ভারতীয় হিসেবে দেশের মাটিতে টি-২০ ম্যাচে শতরানের রেকর্ড গড়েন রোহিত। ২০০৬-০৭ মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এই রেকর্ড গড়েন।

**২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা মোট ৫টি সেঞ্চুরি করেছিলেন। বিশ্বের একমাত্র ক্রিকেটার রোহিত, যিনি একটি বিশ্বকাপে এতগুলি সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন।

**বিশ্ব ক্রিকেটে তিনিই সবথেকে বেশি ছক্কার মালিক৷ তাই তিনি 'হিটম্যান' খেতাব পেয়েছেন ৷ ৫৯৭ বার বল ওভার বাউন্ডারিতে পাঠিয়েছেন।

আজ তার জন্মদিনে তার ভক্তরা লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে যেমন মুম্বাইয়ে জয় চাইছেন তেমনি হিটম্যানের ব্যাটে আজ চার-ছক্কার ফুলঝুলিও দেখতে চাইছেন।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande