উবার কাপ ২০২৪: ভারতীয় মহিলা দল তৃতীয় গ্রুপ ম্যাচে চীনের কাছে হারলো
চেংডু, ৩০ এপ্রিল (হি.স.): ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল মঙ্গলবার চীনের চেংডুতে তার তৃতীয় এবং শেষ উবা
ubar


চেংডু, ৩০ এপ্রিল (হি.স.): ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল মঙ্গলবার চীনের চেংডুতে তার তৃতীয় এবং শেষ উবার কাপ ২০২৪ গ্রুপ পর্বে চীনের বিরুদ্ধে ০-৫–এ হেরেছে।

প্রথম একক ম্যাচে ইশারানি বড়ুয়া বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউফেইকে ২১-১২, ২১-১০ গেমে হারিয়েছেন।

মহিলা ডাবলসে শ্রুতি মিশ্র এবং প্রিয়া কনজেংবামক চেন কিং চেন এবং জিয়া ই ফ্যানের অলিম্পিক রৌপ্য পদক জয়ী জুটির বিরুদ্ধে লড়াই করে ২১-১৩,২১-১২ গেমে পরাজিত হয়েছেন।

১৭-বছর বয়সী আনমোল খারব, যিনি ২০১৪ এশিয়া ব্যাডমিন্টন টিম চ্যাম্পিয়নশিপে মনোযোগ আকর্ষণ করেছিলেন, তিনি দ্বিতীয় একক ম্যাচে হান ইউয়ের বিরুদ্ধে ২১-৯, ৪-১–এ পিছিয়ে থাকার সময় অবসর নিয়েছিলেন।

যেহেতু চীন ৩-০–তে জিতে এগিয়েছিল তাই দ্বিতীয় ডাবলস এবং তৃতীয় একক গেম ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার বিষয়। তাহলেও এই দুটি গেমসে সিমরান সিংহি এবং রিতিকা ঠাকার লিউ সেং শু এবং তান নিং-এর কাছে ২১-৯,২১-১০এ পরাজিত হন। আর ১৫ বছর বয়সী তানভি শর্মা অনেক অভিজ্ঞ ওয়াং ঝিয়ের বিরুদ্ধে ২২-৭, ২১-১৬–তে পরাজিত হন।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande