রামমন্দিরে পুজো দিলেন অনুরাগ ঠাকুর, নিজেকে সৌভাগ্যবান বললেন কেন্দ্রীয় মন্ত্রী
অযোধ্যা, ১ মে (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় মন
রামমন্দিরে পুজো দিলেন অনুরাগ ঠাকুর, নিজেকে সৌভাগ্যবান বললেন কেন্দ্রীয় মন্ত্রী


অযোধ্যা, ১ মে (হি.স.): উত্তর প্রদেশের অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরে পুজো দেন অনুরাগ ঠাকুর। রামলালার পূজার্চনা করার পর অনুরাগ বলেছেন, আমি সত্যি সৌভাগ্যবান।

অনুরাগ ঠাকুর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, ৫০০ বছরের অপেক্ষার পর, অযোধ্যায় রামমন্দির নির্মাণ হয়েছে। সমগ্র বিশ্বের মানুষ রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। আমি অযোধ্যায় ভগবান রামের আশীর্বাদ নিতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এরপর কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ ঠাকুর বলেছেন, দ্রৌপদী মুর্মু যখন দেশের রাষ্ট্রপতি হন, বিরোধীরা তা পছন্দ করেনি... কংগ্রেস নির্বাচনের সময় মিথ্যা ছড়ানোর কাজ করে চলেছে। যখন এটি পরিষ্কার হয়েছিল যে, বর্তমান এবং পূর্ববর্তী রাষ্ট্রপতিদের কাছে আমন্ত্রণ (প্রাণ প্রতিষ্ঠায় যোগদানের জন্য) পাঠানো হয়েছিল, তখন রাহুল গান্ধীর মিথ্যা দেশের সামনে উন্মোচিত হয়েছিল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande