দিল্লি-এনসিআর-এর একগুচ্ছ স্কুলে বোমা-হুমকি, অভিভাবকদের অভয় পুলিশের
নয়াদিল্লি, ১ মে (হি.স.) : বোমাতঙ্ক ছড়াল দিল্লি-এনসিআর-এর বহু স্কুলে। দিল্লি ছাড়াও বুধবার সকালে ই-মে
অভিভাবকদের অভয় পুলিশের


নয়াদিল্লি, ১ মে (হি.স.) : বোমাতঙ্ক ছড়াল দিল্লি-এনসিআর-এর বহু স্কুলে। দিল্লি ছাড়াও বুধবার সকালে ই-মেল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় নয়ডা এবং গাজিয়াবাদের অনেক স্কুলেও। এই হুমকি মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খালি করে দেওয়া হয়েছে স্কুল চত্বর। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড এবং দিল্লি দমকল বাহিনী। পুরো ঘটনায় তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল-সহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে ১০০টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। হুমকি মেল আসার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। হুমকি পেয়ে স্থানীয় পুলিশকে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। পুলিশ এসে স্কুল চত্বর খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে। বোমা খুঁজে বার করতে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কোনও স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

বোমা-হুমকির প্রেক্ষিতে এদিন মডেল টাউনের ডিএভি স্কুলে পৌঁছন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। উপ-রাজ্যপাল বলেছেন, দিল্লি পুলিশ খুব দ্রুত পৌঁছেছে এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটও কাজ করছে। আমি দিল্লির জনগণকে আশ্বস্ত করতে চাই, দিল্লি পুলিশ পুরোপুরি প্রস্তুত এবং আমরা চেষ্টা করব কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য এই ইমেলগুলি কোথা থেকে আসছে তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের রেহাই দেওয়া হবে না এবং কঠোর শাস্তি দেওয়া হবে।

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল সিপি রবিন্দর যাদব বলেছেন, এই ইমেলগুলি বেশ কয়েকটি স্কুলে এসেছে। কিছু হাসপাতালও গতকাল এই ইমেলগুলি পেয়েছে। পুঙ্খানুপুঙ্খ চেকিং চলছে। অভিভাবকদের অভয় দিয়েছে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও অভয় দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আতঙ্কিত হওয়ার দরকার নেই। এটি ভুয়ো বলে মনে হচ্ছে। দিল্লি পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। ডিসিপি পূর্ব দিল্লি অপূর্ব গুপ্তা বলেছেন, তথ্য পাওয়ার পর, আমাদের দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পড়ুয়াদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande