দিল্লিতে কংগ্রেসে বড় ভাঙন, 'হাত' ছাড়লেন নীরজ বসোয়া ও নাসেব সিং
নয়াদিল্লি, ১ মে (হি.স.): দিল্লিতে বড়সড় ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্
 'হাত' ছাড়লেন নীরজ বসোয়া ও নাসেব সিং


নয়াদিল্লি, ১ মে (হি.স.): দিল্লিতে বড়সড় ভাঙন ধরল কংগ্রেসে। বুধবার কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক নীরজ বসোয়া ও নাসেব সিং। কংগ্রেসের প্রতি ক্ষোভ প্রকাশ করেই 'হাত' ছেড়েছেন নাসেব সিং। কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে নাসেব সিং জানিয়েছেন, দেবেন্দর যাদবকে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির (পঞ্জাবের দায়িত্বে) দায়িত্বে থাকাকালীন অরবিন্দ কেরিওয়ালের মিথ্যা এজেন্ডাকে আক্রমণ করার উপর ভিত্তি করে পঞ্জাবে প্রচার চালিয়েছেন এবং এখন দিল্লিতে তাঁকে এএপি এবং অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা ও সমর্থন করার জন্য বাধ্য করা হবে। দলের সাম্প্রতিক ঘটনাবলিতে গভীরভাবে ব্যথিত ও অপমানিত হয়ে আমি দল থেকে পদত্যাগ করছি। উল্লেখ্য, দিল্লিতে কংগ্রেসের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে দেবেন্দর যাদবকে। দেবেন্দর যাদবকে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির অন্তর্বর্তী সভাপতি নিযুক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande