দিশাহীন থেকে কংগ্রেস এখন নেতৃত্বহীন দলে পরিণত হয়েছে : যোগী আদিত্যনাথ
লখনউ, ১ মে (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য
যোগী আদিত্যনাথ


লখনউ, ১ মে (হি.স.) : কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বুধবার যোগী আদিত্যনাথ বলেছেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস দুর্ভাগ্যবশত স্বাধীনতার পর দিশাহারা হয়ে এখন নেতৃত্বহীন হয়ে পড়েছে। যোগী আদিত্যনাথ আরও বলেছেন, দিশাহীনতার বিরূপ প্রভাব হল, কংগ্রেসের বেশ কয়েকজন নেতা ক্রমাগত অভিশাপ দেওয়ার, ভারতের সভ্যতা ও সংস্কৃতিকে অপমান করার এবং সনাতনকে সর্বপ্রকারভাবে অপমান করার চেষ্টা করেছেন।

যোগী আদিত্যনাথ আরও বলেছেন, একইরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি ইউপিএ সরকারের সময় দেখা গিয়েছিল, যখন কংগ্রেসের একজন সিনিয়র নেতা এবং তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেরুয়া সন্ত্রাসের নামে ভারতের সংস্কৃতিকে অপমান করার চেষ্টা করেছিলেন এবং বিশ্বের সামনে ভারতকে অপমান করার চেষ্টা করেছিলেন। এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, ভারতের সভ্যতা এবং সংস্কৃতি বিশ্বে সম্মান পাচ্ছে। ভারতের গর্ব পুনরুদ্ধার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande