বিশালগড়ে চাইল্ড লাইনের হেফাজত থেকে বিবাহিত নাবালিকাকে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার দুই
বিশালগড় (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : চাইল্ড লাইনের হেফাজত থেকে নাবালিকাকে ছিনতাইয়ের চেষ্টা সিপাহিজলা
Deprivation of married minor_Represantational image


বিশালগড় (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : চাইল্ড লাইনের হেফাজত থেকে নাবালিকাকে ছিনতাইয়ের চেষ্টা সিপাহিজলা জেলার বিশালগড়ে। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

জানা গিয়েছে, সোনামুড়ার সোহেল হোসেনের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গোমতী জেলার এক নাবালিকার৷ কিন্তু তা সত্ত্বেও বক্সনগরের স্বপন মিয়াঁর সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়া হয় কিছুদিন আগে। চাইল্ড লাইন–এর প্রতিনিধিরা কলমচৌড়া থানার পুলিশকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে নাবালিকাকে খুঁজে পাননি। বলা হয়েছিল মেয়েটিকে বিশালগড়ে চাইল্ড লাইনের অফিসে নিয়ে আসতে।

এদিন চাইল্ড লাইন থেকে নাবালিকাকে বিশালগড় মহকুমা হাসপাতালে আনা হচ্ছিল শারীরিক পরীক্ষার জন্য। অভিযোগ সোনামুড়ার ওই যুবক তার বন্ধুকে নিয়ে অটো রিকশা আটকে নাবালিকাকে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নাবালিকার স্বামী স্বপন ওই যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে হাসপাতাল থেকে বিশালগড় মহিলা থানার পুলিশ দুই যুবককে আটক করে। জানা গেছে নাবালিকাকে যে কাজি বিয়ে করিয়েছেন তাঁর বিরুদ্ধে মামলা করবে চাইল্ড লাইন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ




 

 rajesh pande