ত্রিপুরা : দুর্ঘটনার শিকার স্কুলছাত্রের মৃত্যু হাসপাতালে, ভুল চিকিৎসার অভিয়োগ
মেলাঘর, ২ মে (হি.স.) : দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হল না। এবার ভুল চিকিৎসায়
ত্রিপুরা : দুর্ঘটনার শিকার স্কুলছাত্রের মৃত্যু হাসপাতালে, ভুল চিকিৎসার অভিয়োগ


মেলাঘর, ২ মে (হি.স.) : দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হল না। এবার ভুল চিকিৎসায় স্কুলছাত্রের মৃত্যুর অভিয়োগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। মৃত ছাত্রের নাম মহম্মদ মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়াঁ। বাড়ি সিপাহিজলা জেলার মেলাঘরের ইন্দিরানগর গ্রামে।

মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার মেলাঘর ইন্দিরা নগরের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসু মিয়াঁর ছেলে মোহম্মদ মইনুদ্দিন ওরফে সোহাগ মিয়াঁ এবং তার মামাতো ভাই মহম্মদ রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘরের উদ্দেশ্যে আসছিল। বটতলি ল্যাংটা দরগার কাছে অপরদিক থেকে একটি বাস রঙ সাইডে গিয়ে তাদের বাইকে ধাক্কা দেয়। এতে সোহাগ অল্পবিস্তর আহত হয়। সেখান থেকে সোহাগ মিয়াঁ একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে আসে। গাড়ি থেকে নেমে হেঁটে ডাক্তারের কাছে গিয়ে সে সমস্যার কথা বলে। এর পর সোহাগের শরীরে একটি ইনজেকশন পুশ করা হয়। আর ইনজেকশন পুশ করার পর মুহূর্তের মধ্যে সোহাগ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এদিকে ঘটনার খবর জানাজানি হলে মৃতের আত্মীয়-স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কিছু ভাঙচুর করেন। এর পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ বাহিনী নিয়োগ করে। মৃতের পরিবারের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande