মাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়জয়কার
বালুরঘাট, ২ মে (হি.স.) : মাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়জয়কার। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে ব
মাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়জয়কার


বালুরঘাট, ২ মে (হি.স.) : মাধ্যমিকের মেধা তালিকায় বালুরঘাটের জয়জয়কার। মেধা তালিকায় জায়গা করে নিয়েছে বালুরঘাটের অনেক ছাত্র-ছাত্রী। মাধ্যমিকে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উদয়ন প্রসাদ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। বাড়ি বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী এলাকায়। ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়।

অন্যদিকে, মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৃশানু সাহা। ভবিষ্যতে ডাক্তার হতে চায় কৃশানু। তার প্রাপ্ত নাম্বার ৬৮৮।

বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী আবৃত্তি ঘটক সপ্তম হয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। ডাক্তার হতে চায় সে। বালুরঘাট হাইস্কুলের ছাত্র সাত্বত দে। ৬৮৭ পেয়ে মাধ্যমিকে সপ্তম হয়েছে। বাড়ি সাহেবকাছিরা এলাকায়। মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী অর্পিতা ঘোষ। ভবিষ্যতে টেকনোলজি নিয়ে পড়াশোনা করতে চায় সে। বাড়ি বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ৬৮৫ পেয়ে রাজ্যে নবম হয়েছে বালুরঘাট হাইস্কুলের রৌনক ঘোষ। ডাক্তার হতে চায় রৌনক।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande