সন্দেশখালির ঘটনায় রিপোর্ট পেশ সিবিআই-এর, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের
কলকাতা, ২ মে (হি.স.): উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। বৃহ
রাজ্যকে নির্দেশ হাইকোর্টের


কলকাতা, ২ মে (হি.স.): উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ মুখবন্ধ খামে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিন কলকাতা হাইকোর্টে সিবিআই অভিযোগ করেছে, জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্য সহযোগিতা করছে না। তাদের বক্তব্য, জমি কেড়ে নেওয়া সংক্রান্ত ৯০০টি অভিযোগ রয়েছে। রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা না করলে তদন্তে বিলম্ব হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। এই মামলার বিষয়ে রাজ্যের কাছে সিবিআই কিছু নথি চেয়েছে। হাইকোর্টের নির্দেশ, এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে ওই সমস্ত নথি তুলে দিতে হবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande