অসমের ডিমা হাসাওয়ে গভীর খাদে ত্রিপুরার যাত্রীবাহী বাস
হত ১, আহত ২৯, সংকটজনক ৬ হাফলং (অসম), ২ মে ( হি.স.) : ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে যাত্রী একট
Fatal bus accident in Assam leaves 1 dead


হত ১, আহত ২৯, সংকটজনক ৬

হাফলং (অসম), ২ মে ( হি.স.) : ত্রিপুরা থেকে গুয়াহাটি যাওয়ার পথে যাত্রী একটি বাস ডিমা হাসাও জেলার অন্তর্গত ডিটকছড়ায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনাটি গতকাল রাত প্রায় ১২টা নাগাদ এএস ০১ এমসি ০২৪৩ নম্বরের বাসটি পাহাড়ি হাইওয়ে থেকে ছিটকে গভীর খাদ পড়ে যায়। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং হারাঙ্গাজাওয়ে নিয়ে যাওয়া হয়েছে। নিহতকে দেবরাজ দেববর্মণ বলে শনাক্ত করা গেলেও এ খবর লেখা পর্যন্ত বাকি আহদের পরিচয় পাওয়া যায়নি। হতাহত সবাই ত্রিপুরার বাসিন্দা।

জানা গেছে, তাঁরা ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের ইন্টারভিউ দিতে গুয়াহাটি গিয়েছিলেন। নিহত দেবরাজ দেববর্মণ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের কর্মচারী ছিলেন। বাসে দেবরাজ সহ সাতজন ছিলেন ব্যাংকের কর্মচারী। তাঁরাও গুরুতরভাবে আহত হয়েছেন। বাসে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিক খবর।

হিন্দুস্থান সমাচার / নিরূপম / সমীপ




 

 rajesh pande