এখন জাত-পাত অথবা ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের নিরিখে হয় রাজনীতি : জে পি নাড্ডা
মুজফ্ফরপুর, ২ মে (হি.স.): এখন রাজনীতি জাত-পাত অথবা ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের নিরিখে হয় রাজনীতি।
জে পি নাড্ডা


মুজফ্ফরপুর, ২ মে (হি.স.): এখন রাজনীতি জাত-পাত অথবা ধর্মের ভিত্তিতে নয়, উন্নয়নের নিরিখে হয় রাজনীতি। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুজফ্ফরপুরের এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, মোদীজি রাজনীতির সংস্কৃতি, সংজ্ঞা, আচরণ, বক্তৃতা ও চিন্তাধারা বদলে দিয়েছেন।

নাড্ডা বলেছেন, এই নির্বাচন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি বিকশিত ভারতের সংকল্প পূরণের নির্বাচন। অতএব, আমাদের সমস্ত এনডিএ সহকর্মীদের জন্য নির্বাচনে জয়ী হওয়া, বিকশিত ভারতের সংকল্প পূরণ করার মতোই গুরুত্বপূর্ণ। নাড্ডা আরও বলেছেন, আমরা গত ১০ বছরে ভারতীয় রাজনীতির পরিবর্তন দেখেছি। ১০ বছর আগে যখন আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতাম, তখন ভারতের সাধারণ মানুষ রাজনীতির প্রতি উদাসীন ছিলেন। জনতার মনে স্থির হয়ে গিয়েছিল যে রাজনীতির মাধ্যমে কিছুই বদলাবে না। কিন্তু মোদীজি রাজনীতির সংস্কৃতি, সংজ্ঞা, আচরণ, বক্তৃতা ও চিন্তাধারা বদলে দিয়েছেন

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande