মাধ্যমিকে নবম ঝাড়গ্রামের অন্বেষা, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন
ঝাড়গ্রাম, ২ মে (হি.স.): ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষার। ঝাড়গ্রাম জেলায় রাজ্যের নবম
মাধ্যমিকে নবম ঝাড়গ্রামের অন্বেষা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন


ঝাড়গ্রাম, ২ মে (হি.স.): ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ঝাড়গ্রামের অন্বেষার। ঝাড়গ্রাম জেলায় রাজ্যের নবম স্থান অর্জন করেছে ঝাড়গ্রামের রানি বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা ঘোষ। তার প্রাপ্ত নম্বর ৬৮৫। ঝাড়গ্রামের এই ছাত্রী রাজ্যের নবম স্থানে রেঙ্ক করায় খুশি ঝাড়গ্রাম বাসী। ঝাড়গ্রামের রানি বিনোদ মঞ্জরি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্বেষা। বাবা পেশায় স্কুল শিক্ষক, মা পেশায় গৃহবধূ। প্রায় তিন মাসের মাথায় আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আর সেই জীবনের বড় পরীক্ষায় রাজ্যের মধ্যে রেঙ্ক করতে পেরে গর্বিত মামা বাবা ও পরিবারের লোকজন।

হিন্দুস্থান সমাচার/ এ. গঙ্গোপাধ্যায়।




 

 rajesh pande