আদৌ কী বিশ্বাসযোগ্য! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কপিল সিব্বল
নয়াদিল্লি, ২ মে (হি.স.) : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ রাজনৈতিক নেতা তথা রাজ্যস
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন 


নয়াদিল্লি, ২ মে (হি.স.) : নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ রাজনৈতিক নেতা তথা রাজ্যসভায় সাংসদ কপিল সিব্বল। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কপিল সিব্বল বলেছেন, নির্বাচন কমিশন কী আদৌ বিশ্বাসযোগ্য! প্রসঙ্গত, লোকসভা ভোট শুরুর ১১ দিন পরে প্রথম ও দ্বিতীয় দফায় পড়া ভোটের চূড়ান্ত হার প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তা নিয়েই নিজের ক্ষোভ প্রকাশ করলেন কপিল সিব্বল।

তিনি বলেছেন, সুপ্রিম কোর্ট ইভিএম নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে এবং তাঁরা বলেছে প্রতিটি নাগরিকের নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে। কিন্তু, নির্বাচন কমিশন কি বিশ্বস্ত? প্রথম পর্যায়ের ভোটের শতাংশ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ১১ দিন পর আপলোড করা হয়েছে। এটা শুধু ভোটের শতাংশই দেখায়, সংখ্যা নয়... নির্বাচন কমিশনের উচিত প্রেস কনফারেন্সের মাধ্যমে স্পষ্ট করা কেন ১১ দিন সময় লাগলো। যখন এই সন্দেহ দেখা দেয়, তখন মানুষের বিশ্বাসও কমে যায়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande