প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল, পাশের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা
কলকাতা, ২ মে (হি.স.): প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠকের মাধ্যম
প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফল


কলকাতা, ২ মে (হি.স.): প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফল ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নথিবদ্ধ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা।

চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, জানালেন পর্ষদের সভাপতি। গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন এ বার ৫৭ জন পড়ুয়া। মাধ্যমিকে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। এ বছর মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী দক্ষিণ দিনাজপুরের উদয়ন প্রসাদ, তৃতীয় স্থান পেয়েছেন বীরভূমের সুস্মিতা বাঁশুরি, দক্ষিণ ২৪ পরগনার নৈঋত রঞ্জন পালও।

এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করা হল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande