বারামুল্লা থেকে মনোনয়ন পেশ ওমর আব্দুল্লাহর, দলের সাফল্য নিয়ে প্রবল আত্মবিশ্বাসী
শ্রীনগর, ২ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন ন্যাশনাল ক
বারামুল্লা থেকে মনোনয়ন পেশ ওমর আব্দুল্লাহর


শ্রীনগর, ২ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন ন্যাশনাল কনফারেন্স-এর সহ-সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে বারামুল্লা লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন তিনি, রিটার্নিং অফিসার মিনগা শেরপার কাছে মনোনয়ন পত্র জমা দেন ওমর। মনোনয়ন পত্র পেশ করার পর ওমর আব্দুল্লাহ বলেন, জম্মু ও কাশ্মীরের ৫টি আসনে এবং লাদাখের আসনে আমরা সাফল্য অর্জন করব, এই বিষয়ে আমি আশাবাদী।

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, ২০ বছর পর আমি লোকসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছি। পূর্ববর্তী বিধানসভা নির্বাচন ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। গত ১০ বছরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এই আসন্ন নির্বাচনের গুরুত্ব হল ২০১৯ সালের ৫ আগস্টের পর এই প্রথম বড় নির্বাচন হচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande