মাধ্যমিকে তৃতীয় বীরভূমের পুষ্পিতা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাঁর
বীরভূম, ২ মে (হি.স.): এ বছরের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছে বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাঁর


বীরভূম, ২ মে (হি.স.): এ বছরের মাধ্যমিক পরীক্ষায় তৃতীয় হয়েছে বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১ শতাংশ)। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর। গৃহশিক্ষকের মেয়ে বাঁশুরি জানিয়েছে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় সে। মাধ্যমিক পরীক্ষায় সে এত ভাল ফল করতে পেরে খুব খুশি।

দারোন্দা হাই স্কুলের বাংলার পার্শ্বশিক্ষক মা তনুশ্রী ঘোষ এবং বিজ্ঞান শাখার গৃহশিক্ষক বাবা সত্যনারায়ণ বাঁশুরি মেয়ের সাফল্যে ভীষণ খুশি। পুষ্পিতার বাবা-মা জানিয়েছেন, অঙ্কের প্রতি বিশেষ ভাললাগা রয়েছে মেয়ের। ভবিষ্যতে পুষ্পিতার ইচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া।

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষায় এবার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল, সকলের প্রাপ্ত নম্বর ৬৯১।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande