তীব্র দাবদাহে অস্বস্তি, তেলেঙ্গানায় ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন
হায়দরাবাদ, ২ মে (হি.স.) : তীব্র গরমের জন্য নির্বাচন কমিশন তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসনের অন্তর্গত ১০০
তেলেঙ্গানায় ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন


হায়দরাবাদ, ২ মে (হি.স.) : তীব্র গরমের জন্য নির্বাচন কমিশন তেলেঙ্গানায় ১৭টি লোকসভা আসনের অন্তর্গত ১০০টির বেশি বিধানসভা এলাকায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে। এই এলাকাগুলিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুরোধেই সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত বলে নির্বাচন কমিশন জানিয়েছে। একমাত্র নকশাল প্রভাবিত এলাকাগুলিতেই সময় পরিবর্তন হচ্ছে না।

ভদ্রদ্রি কোঠাগুদেমেরে জেলা কালেক্টর প্রিয়াঙ্কা আলা বলেছেন, জেলার তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি এবং আমরা আশা করছি ১৩ মে ভোটের দিন তা ৪৬ থেকে ৪৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। এ জন্য আমরা সমস্ত ভোট কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা করেছি, শৌচালয় ও পানীয় জল-সহ সমস্ত ধরনের সুবিধা রাখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande