এজিএমসিতে ১৮০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল, সরেজমিনে পরিদর্শন মুখ্যমন্ত্রীর
আগরতলা, ২ মে (হি.স.) : আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা
এজিএমসিতে ১৮০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে সুপার স্পেশালিটি হাসপাতাল, সরেজমিনে পরিদর্শন মুখ্যমন্ত্রীর


আগরতলা, ২ মে (হি.স.) : আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা৷ বৃহস্পতিবার তিনি দপ্তরের আধিকারিকদের নিয়ে এজিএমসি–র বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন৷ সেখানে চিকিৎসক, নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন সময় নানা ধরনের অভিযোগ ওঠে, সেগুলি নিয়েও মুখ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও আধিকারিকদের সাথে কথা বলেছেন৷

মুখ্যমন্ত্রী এদিন পরিদর্শন শেষে জানিয়েছেন, প্রায় ১৮০ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, এজিএমসিকে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে গড়ে তোলার জন্য৷ কাজ চলছে দ্রুত গতিতে৷ যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত কৰ্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন পরিকাঠামোগত কিছু বিষয় রয়েছে যেগুলি নিয়ে কথা হয়েছে সংশ্লিষ্টদের সাথে৷ বিশেষ করে পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তরের কিছু কাজকর্ম করতে হবে৷

এ সব নিয়ে তিনি খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলবেন৷ তিনি আরও জানান, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি জায়গায় সাতটি বিভাগে সুপার স্পেশালিটি পরিষেবা দেওয়ার পরিকল্পনা চলছে৷ আশা করা যায় আগামী দিনে এই সুপার স্পেশালিটি হাসপাতাল রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande