মালদায় ভোটের মুখে সংঘর্ষ তৃণমূল ও কংগ্রেস দুই দলের মধ্যে
মালদা, ২ মে (হি.স.): পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের নতুন তোলা এলাকায় বুধবার রাতে আনুমানিক দশ
মালদায় ভোটের মুখে সংঘর্ষ তৃণমূল ও কংগ্রেস দুই দলের মধ্যে


মালদায় ভোটের মুখে সংঘর্ষ তৃণমূল ও কংগ্রেস দুই দলের মধ্যে


মালদা, ২ মে (হি.স.): পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের নতুন তোলা এলাকায় বুধবার রাতে আনুমানিক দশটা নাগাদ তৃণমূলের সভা চলাকালীন গন্ডগোলের সৃষ্টি পরবর্তীতে আরো উত্তেজনা। পুলিশের সামনেই চলল হাতাহাতি। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে এলাকা,ঘটনাস্থল স্থলে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। অভিযোগ-পাল্টা অভিযোগ ।

ঘটনাক্রমে জানা গেছে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়েছিল সেই এলাকায় এবং সেই এলাকার কংগ্রেসের এক কর্মী সভার মধ্যে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ।যেমন তেমন করে পরিস্থিতি সামাল দেন তৃণমূল নেতৃত্বরা। যদিও তৃণমূলের অভিযোগ পরবর্তীতে বিশাল সংখ্যক কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে তাদের উপরে চড়াও হয়। ঘটনার খবর ঘটনা স্থলে যায় মালদা থানার পুলিশ,পুলিশের সামনেই চলে হাতাহাতি।। কংগ্রেসের তরফে অভিযোগ তৃণমূলেরাই তাদের উপরে চড়াও হয়।ঘটনা কে ঘিরে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের। পুরো ঘটনা তদন্তে মালদা থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার/ এ. গঙ্গোপাধ্যায়।




 

 rajesh pande