(আপডেট) মনোনয়ন ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর, তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে
পূর্ব মেদিনীপুর, ২ মে (হি.স.) : বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিল
মনোনয়ন ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর! তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে


মনোনয়ন ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর! তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে


মনোনয়ন ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর! তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে


পূর্ব মেদিনীপুর, ২ মে (হি.স.) : বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। আর সেই মনোনয়ন পর্ব ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল জেলাশাসকের অফিস।এদিন মনোনয়ন জমা দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য, কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী, এবং কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক। মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে প্রথম থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ।

কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী মনোনয়ন জমা দিতে গেলে তার বাবা শিশির অধিকারীকে ঢুকতে দেয়নি পুলিশ, সেখান থেকেই অশান্তির সূত্রপাত। পরে ঢুকতে পেলেও এই ঘটনার তীব্র বিরোধিতা করেন সৌমেন্দু। তিনি আরো অভিযোগ করে বলেন, ''তৃণমূল ১৪৪ ধারা থাকা সত্ত্বেও মাইক লাগিয়ে প্রচার করছে। অথচ তাঁর বাবাকে ঢোকার জন্য বলা হচ্ছে নির্বাচনী আচরণ বিধি লংঘন করা হয়েছে। এদিকে মনোনয়ন শেষে উত্তম বারিক বলেন, ''শিশির আধিকারী নির্বাচনী বিধি ভেঙেছেন।'' এদিন মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত হয়ে রইলো তমলুকের ডিএম বিল্ডিং চত্বর।

হিন্দুস্থান সমাচার/ এ. গঙ্গোপাধ্যায়।




 

 rajesh pande