তেলিয়ামুড়া পুলিশের অভিযানে গাঁজা সহ তিন মহিলা ও অটো চালক গ্রেফতার
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মে (হি.স.) : একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ নেশা পাচারকারী। এবার
তেলিয়ামুড়া পুলিশের অভিযানে গাঁজা সহ তিন মহিলা ও অটো চালক গ্রেফতার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মে (হি.স.) : একের পর এক অভিনব পন্থা অবলম্বন করছে একাংশ নেশা পাচারকারী। এবার আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে আগত একটি যাত্রীবাহী অটো রিকশায় তালাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ চার জনকে আটক করে এনডিপিএস–এর নির্দিষ্ট ধারায় মামলা মামলা রুজু করে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনা বৃহস্পতিবার সকালে অসম–আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ঘটেছে।

তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, আগরতলার দিক থেকে টিআর ০১ ই ৩২২৯ নম্বরের একটি যাত্রীবাহী অটো তেলিয়ামুড়ার দিকে আসার পথে হাওয়ায়বাড়ি নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ২৫ কেজি শুকনো গাঁজা সহ পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত তিন মহিলা ও অটোর চালক সমেত মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানার ওসি আরও জানিয়েছেন, বাজোপ্তকৃত গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য চার লক্ষ টাকা। তবে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে, গ্রেফতারকৃত তিন মহিলার মধ্যে একজন মনু, একজন আগরতলা এবং অপরজন ডম্বুরের বাসিন্দা। তবে গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত চুনোপুটিদের পাকড়াও করতে সক্ষম হলেও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রাঘব বোয়ালরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande