ভোটের পর মাছি মারার লোক পাবেন না, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের
বর্ধমান, ২ মে(হি. স.) : আয়লার টাকা দিতে ভুল হয়ে যায়। পার্টির লোকের অ্যাকাউন্টে চলে যায়। শিক্ষায় দুর
ভোটের পর মাছি মারার লোক পাবেন না, মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের


বর্ধমান, ২ মে(হি. স.) : আয়লার টাকা দিতে ভুল হয়ে যায়। পার্টির লোকের অ্যাকাউন্টে চলে যায়। শিক্ষায় দুর্নীতি। গরিব মানুষের টাকা লুট হয়ে যায়। ধরা পড়লেই বলেন, ভুল হয়েছে। এরকম ভুল বার বার হয়। ভোটের পর পিসি ভাইপো ছাড়া তৃণমূলে মাছি মারার লোক পাবে না। বৃহস্পতিবার বর্ধমানে কালনা গেট এলাকায় চা- চক্রে যোগ দিয়ে এভাবে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, আর কয়েকটা দিন পর ১৩ মে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন। তার আগে দাবদহকে উপেক্ষা করে জোরকদমে প্রচার শুরু করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সাতসকালে প্রাতঃভ্রমন থেকে চা-চক্র। বেলা গড়াতেই কখনও রোড-শো, আবার কখনও বাড়ি বাড়ি জনসম্পর্ক সারছেন দিলীপ ঘোষ।

রোজকার মত বৃহস্পতিবার সকালে প্রাত:ভ্রমণ ও জনসংযোগ সারেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন কালনা গেট ও নারীকলোনি এলাকায় প্রাত:ভ্রমণ সারেন তিনি। এরপর চা চক্রে মিলিত হয়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের এক এক প্রশ্নের জবাব দেন। উল্লেখ্য, দলিয় জনসভা থেকে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিস্ফোরক অভিযোগ করে বলেন,১৯ লক্ষ ইভিএম গায়েব হয়ে গেছে। ভোটের হার ৫ শতাংশ কিভাবে বেড়ে গেল? যদিও তার পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, উনি সবসময় মিথ্যা বলে, মিডিয়াকে ব্যাস্ত রাখেন। জনতা গুরুত্ব দেয় না। রোজ ওনার উপদেষ্টারা গল্প তৈরী করে দেন। কিন্তু আসল যেটা, ওনার পার্টির চাকরি দিতে গিয়ে লুট করেছে, সেটা কখনই বলেন না। তিনি আরও বলেন,আয়লার টাকা দিতে ভুল হয়ে যায়। পার্টির লোকের অ্যাকাউন্টে চলে যায়। শিক্ষায় দুর্নীতি। গরিব মানুষের টাকা লুট হয়ে যায়। ধরা পড়লেই বলেন, ভুল হয়েছে। চুরি ধরা পড়লেই, এরকম ভুল ওনার বার বার হয়।' দিলীপ ঘোষের হিন্দি সিনেমার গান গাওয়াকে কটা কটাক্ষ করে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষের মানসিক অবস্থা ভালো নয়। পাগল হয়ে গেছে। বিজেপি না চিকিৎসা করালে, তৃণমূলের ছেলেরা চিকিৎসা করাবে। তার পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, চাঁদা পরে তুলবেন। আগে ১৩ মে পর্যন্ত থাকুন। ওনার পার্টির লোকেরা ছেড়ে দিয়েছে, বেরোচ্ছে না। গতকাল কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিতে বলেন। সেপ্রসঙ্গে দিলীপবাবু বলেন, এটা সারা পশ্চিমবঙ্গের লোক ভাবছে। তৃণমূল শিক্ষা, স্বাস্থ্য সব খেয়ে ফেলেছে। বাংলার যত সর্বনাশ করার তৃণমূল করেছে। স্বভিমান বাঙালি চাইবে তৃণমূল যাক। এটা অধীরদা জেনে গেছেন, তৃণমূলকে হারানো সিপিএম কংগ্রেসের সম্ভব নয়। তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। এবারে মোদীজীর উন্নয়ন দেখে সব দলের লোকেরা বিজেপিকে ভোট দেবে।

তৃণমূল থেকে ইদানীং প্রচার করছে, ৪ জুনের পর দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দেবে। তার পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, নিজের লোকেদের আটকে রাখুন। খোকাবাবু (অভিষেক ব্যানার্জী) রোজ বলছে, দরজা খুলে তৃণমূলে লোক ভর্তি হয়ে যাবে। তার পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, লোক খালি হয়ে যাবে বলে দরজা ভয়ে খুলছে না। ইতিমধ্যে আসতে শুরু করেছে। জল দেওয়ার লোক পাবে না। পিসি ভাইপো ছাড়া তৃণমূলে মাছি মারার লোক পাবে না। এদিন কুসুমগ্রামে প্রচারে বেরিয়ে চাষীদের সঙ্গে মেশিনে ছাড়তে দেখা যায় দিলীপ ঘোষ। সেপ্রসঙ্গে তিনি বলেন, লাঙ্গল চালাতে পারি। ধানও ঝাড়তে পারি। আবার লাঠিও চালাতে পারি।

হিন্দুস্থান সমাচার / জয়দেব

জয়দেব লাহা,




 

 rajesh pande