ত্রিপুরায় নিজের গলা কেটে আত্মঘাতী যুবক, কৈলাসহরের ছনতৈল গ্রামে চাঞ্চল্য
কৈলাসহর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : নিজের গলা কেটে আত্মহত্যা করেছে এক যুবক। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায়
ত্রিপুরায় নিজের গলা কেটে আত্মঘাতী যুবক, কৈলাসহরের ছনতৈল গ্রামে চাঞ্চল্য


কৈলাসহর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : নিজের গলা কেটে আত্মহত্যা করেছে এক যুবক। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতংক বিরাজ করছে। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের ছনতৈল গ্রামে সংগঠিত হয়েছে। মৃত যুবকের নাম রমাকান্ত মিত্র। মৃত যুবক গাড়ির চালক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে মিজোরামে গাড়ি চালাচ্ছিলেন।

মৃত রমাকান্ত মিত্রের বড় ভাই স্বপন মিত্র জানান, বুধবার রমাকান্ত মিত্রকে মিজোরাম থেকে তার সহ চালকরা ছনতৈল গ্রামের বাড়িতে দিয়ে যান। বর্তমানে সে মানসিকভাবে সুস্থ ছিল না। বৃহস্পতিবার সকালের খাবারের পর তার বড় ভাই ও মা রমাকান্তকে হাসপাতালে এনে চিকিৎসার জন্য নিয়ে যেতে চাইলে সে তাতে রাজি ছিল না। জোর করে তাকে একটি ঘরের মধ্যে বন্দী করে রাখার চেষ্টা করেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সে ঘরের দরজা ভেঙ্গে পালিয়ে যায়। পালিয়ে পাশের বাড়িতে গিয়ে একটি দা দিয়ে উঠানের মধ্যে দাঁড়িয়ে নিজের গলা নিজে কেটে ফেলে। এই দৃশ্য সামনে দাঁড়িয়েই প্রত্যক্ষ করেন তার বড় ভাই স্বপন মিত্র।

পরবর্তী সময় রমাকান্তকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কৈলাসহর থানার পুলিশ বর্তমানে তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হবে। রমাকান্ত মিত্র ও স্বপন মিত্র তারা দুই ভাই। তাদের মা জয়ন্তী মিত্র জীবিত থাকলেও বাব কয়েক বছর আগে প্রয়াত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande