বৃহস্পতিবার ফুটবলার ডেভিড বেকহ্যামের ৪৯তম জন্মদিন
কলকাতা, ২ মে (হি.স.): ১৯৭৫ সালের আজকের দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন বেকহ্যাম। এই ইংলিশ ফুটবলার বিশ্ব ফ
Beckham


কলকাতা, ২ মে (হি.স.): ১৯৭৫ সালের আজকের দিনে লন্ডনে জন্মগ্রহণ করেন বেকহ্যাম। এই ইংলিশ ফুটবলার বিশ্ব ফুটবলের সাড়া জাগানো নাম। ডেভিড বেকহ্যামকে চেনে না এমন ফুটবল সমর্থক পাওয়া মুশকিল। তার খেলায় মুগ্ধ হয় সকলে। বেকহ্যাম বিশেষজ্ঞ ছিলেন তার ফ্রি-কিকে। তার অবিশ্বাস্য সব ফ্রি-কিকে ফুটবল দুনিয়ায় মন মাতাতেন তিনি।

বেকহ্যামের অভিষেক ১৯৯১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড-এ। এই বছরেই তিনি জাতীয় দলে ডাক পান।

ইউনাইটেডে ১১ মরসুম পায়ের জাদু দেখিয়ে ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তবে লিগ শিরোপা ছাড়া সেখানে তিনি তেমন সাফল্য পাননি।

২০০৭ সালে বেকহ্যাম চলে যান যুক্তরাষ্ট্রে। এলএ গ্যালাক্সির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করলেও মাঝে দুই মরসুম ধরে এসি মিলানে খেলে গেছেন বেকহ্যাম। আর ক্যারিয়ারের শেষ মরসুমটা তিনি কাটান ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে। ২০১৩ সালে সকল প্রকার ফুটবল থেকে অবসর নেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলারদের একজন। ক্লাবের হয়ে ৯৭ গোলের পাশাপাশি জাতীয় দলের হয়েও ১৭ গোল করেছেন বেকহ্যাম। ক্লাব ক্যারিয়ারে বেকহ্যামের সবচেয়ে বড় সাফল্য ম্যানচেস্টার ইউনাইটেডে। ছয়বার লিগ শিরোপা, দুইবার এফএ কাপ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতেছেন তিনি। এছাড়াও রিয়াল মাদ্রিদ ও পিএসজির হয়ে একবার এবং এলএ গ্যালাক্সির হয়ে দু''বার লিগ শিরোপা জিতেছেন বেকহ্যাম।

খেলা ছাড়ার পর ২০০৫ সালে লন্ডন ও যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে দুটি স্কুল চালু করেন। যার নাম দেয়া হয় ''ডেভিড বেকহ্যাম একাডেমী''। তাছাড়া পরের বছরই যুক্তরাষ্ট্রে একটি নতুন ক্লাব ''ইন্টার মায়ামি''র প্রতিষ্ঠাতা হন এই বেকহ্যাম।

২০২৩ মরসুমে থেকে যখন লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেন তখন থেকেই মায়ামির জনপ্রিয়তা অনেক বেড়ে যায়।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande