২৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন ইংলিশ ব্যাটসম্যান ওয়েলস
গ্লস্টারশায়ার, ২ মে (হি.স.): বিরল হৃদরোগে ভুগছেন গ্লস্টারশায়ারের কিপার-ব্যাটসম্যান বেন ওয়েলস। তাই ২
wels


গ্লস্টারশায়ার, ২ মে (হি.স.): বিরল হৃদরোগে ভুগছেন গ্লস্টারশায়ারের কিপার-ব্যাটসম্যান বেন ওয়েলস। তাই ২৩ বছর বয়সে ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।

বুধবার গ্লস্টারশায়ারের ওয়েবসাইটে ওয়েলস তার শারীরিক অসুস্থতার কথা ও খেলা ছাড়ার সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন।

২০২১ সালে লিস্ট ‘এ’ পেশাদার ক্রিকেটে পা রাখেন ওয়েলস। ক্যারিয়ারে সবশেষ ম্যাচটিও খেলেন গত আগস্টে ডারহামের বিপক্ষে ওয়ানডে কাপে। ওই ম্যাচে ৭৬ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে রান করেছেন তিনি ৩৩৯। একমাত্র প্রথম শ্রেণির ম্যাচে তার রান রয়েছে ৪০। আর ৯ টি-টোয়েন্টিতে ১৩৫ রান করেছেন ওয়েলস।

দুর্ভাগ্যজনকভাবে, এই বিরল হৃদরোগে ক্যারিয়ারের শুরুতেই শেষ গেল তার সব স্বপ্ন।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande