আবুধাবিতে অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০১৪-এ ভারতের হয়ে খেলবেন অরুণাচলের দশ ক্রীড়াবিদ
ইটানগর, ৪ মে (হি.স.) : আবুধাবিতে চলমান অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০১৪-এ ভারতের হয়ে খেলবে
A group of athletes from Arunachal Pradesh


ইটানগর, ৪ মে (হি.স.) : আবুধাবিতে চলমান অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০১৪-এ ভারতের হয়ে খেলবেন অরুণাচলের দশ অ্যাথলেটিকস। প্ৰতিযোগিতায় অংশগ্ৰহণকারী দশজন ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরার (ইউএই) আবু ধাবিতে গত ১ মে থেকে শুরু হয়েছে অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০২৪। চলবে আগামী ৮ মে পর্যন্ত।

তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এ খবর দিয়ে লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরার আবুধাবিতে গত ১ মে থেকে অনুষ্ঠিত অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ অরুণাচল প্রদেশের অংশগ্রহণকারী প্রতিযোগী দলকে 'বিজয় লাভের'-এর শুভেচ্ছা! ভারতের জু-জিৎসু অ্যাসোসিয়েশন কর্তৃক নির্বাচিত অরুণাচল প্রদেশের ১০ জন ক্রীড়াবিদ আবুতে অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ দেশের প্রতিনিধিত্ব করবেন, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। খেলায় মনোযোগ দিন এবং আপনারা আপনাদের সেরাটা উপস্থাপন করন!’

প্ৰসঙ্গত, ভারতের জু-জিৎসু অ্যাসোসিয়েশন অরুণাচল প্রদেশের যে দশজন ক্রীড়াবিদকে নির্বাচিত করেছে তাঁরা যথাক্রমে গিচেক ভাই, লাংচুক রাডে, টাপ মেনিয়া, দংদা তারুক, সাংঘা তাদের, ব্যাবাং ভুপাই, লাংকুং আদাম, লাংকুং দুতা, লাংকুং মেয়িং এবং নাংবিয়া তাদের।

উল্লেখ্য, অষ্টম আশিয়ান জু-জিৎসু চ্যাম্পিয়নশিপের জন্য আন্তর্জাতিক প্রতিনিধি দল ইতিমধ্যে আবু ধাবিতে পৌঁছেছেন। আবুধাবির ক্রাউন প্রিন্স এবং আবুধাবির এগজিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে। মুবাদালা অ্যারেনায় অনুষ্ঠিত জু-জিৎসু প্রতিযোগিতায় ৩০টিরও বেশি দেশের ১,৫০০ জনের বেশি বেশি পুরুষ ও মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande