রহিমপুরে বৈশাখী মেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত বিজেপির বুথ সভাপতি, গ্রেফতার হামলাকারী
বক্সনগর (ত্রিপুরা), ৪ এপ্রিল (হি.স.) : বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে ছুরির আঘাতে আহত বিজেপি
রহিমপুরে বৈশাখী মেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাত, আহত বিজেপির বুথ সভাপতি, গ্রেফতার হামলাকারী


বক্সনগর (ত্রিপুরা), ৪ এপ্রিল (হি.স.) : বৈশাখী মেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে ছুরির আঘাতে আহত বিজেপির বুথ সভাপতি খোরশেদ আলম। গ্রেফতার করা হয়েছে একজনকে। ঘটনা সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রহিমপুর বাজারে।

জানা গিয়েছে, সিপাহিজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের রহিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রহিমপুর বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়। এই মেলার দোকানের ভিটি নিয়ে বুথ সভাপতি খোরশেদ আলম এবং চা দোকানের মালিক শাহজানের মধ্যে বাক বিতন্ডা হয় শনিবার সকালে।

প্রত্যেক বছরের ন্যায় এ বছরও রহিমপুর বাজারে শনিবার বৈশাখী মেলা শুরু হয়। এই মেলায় ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা দোকান দিতে আসেন। এই মেলাকে কেন্দ্র করে একটি মেলা কমিটি গঠিত হয়।মেলার সমস্ত কিছু পরিচালনা করেন মেলা কমিটি। রহিমপুরের শাহজান মিয়া (ধনা) চা দোকানের একটি দরজার সামনে একটি বহিরাগত দোকানিকে দোকান দেওয়ার জন্য মেলা কমিটি সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তক্রমে বহিরাগত দোকানদার শাহজান মিয়ার দোকানের সামনে দোকান দিতে আসলে শাহজাহান মিয়া বাধা দেন। এতে মেলা কমিটির সম্পাদক তথা বিজেপির বুথ সভাপতি খোরশেদ আলমের চা বিক্রেতা শাহাজান মিয়ার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।

একটা সময় দোকানের মালিক শাহজাহানের উপর হামলা চালায় বিজেপির বুথ সভাপতি খোরশেদ আলমসহ তার সঙ্গীরা। তখন শাহজাহান আত্মরক্ষার্থে কোন কিছু উপায় না পেয়ে তার দোকানের তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে বুথ সভাপতি খোরশেদ আলমের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে খোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন এবং সারা দেহে রক্তে ভেসে যায়। ঘটনাটি চাউর হতে খোরশেদের ভাই সোহেল ঘটনাস্থলে আসলে তাদের মধ্যেও হাতাহাতি হয়। ঘটনাস্থল খোরশেদের ঘনিষ্ঠরা আসতে শুরু করলে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাহজাহান মিয়া পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কলমচৌড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ি সহ এলাকা তল্লাশি চালায়। ঘটনায় আহত খোরশেদ আলমকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক স্নিগ্ধা দাস তার প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর আশঙ্কাজনক পরিস্থিতি দেখে আগরতলা একটি বেসরকারি হাসপাতালে রেফার করে দেন।

জানা যায় খোরশেদ আলম ১০৩২৩ এর একজন শিক্ষক ছিলেন। এমনকি সিপিএমের যুবনেতা হিসেবে এলাকায় বেশ পরিচিতি ছিলেন। বেশ কিছুদিন আগে সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে শামিল হন তিনি। অভিযুক্ত শাহজাহান এলাকা থেকে গা ঢাকা দিতে চাইলেও পুলিশ তাকে আটক করে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রহিমপুর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এই উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে পুলিশ পর্যাপ্ত পরিমাণে মোতায়েন করা হয়েছে বলে খবর।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande