কল্যাণপুরে রবার চাষিদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন বোর্ড–চেয়ারপার্সন
কল্যাণপুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : ত্রিপুরা রবার বোর্ডের চেয়ারপার্সন পাতালকন্যা জমাতিয়া শনিবার ক
কল্যাণপুরে রবার চাষিদের বিভিন্ন সমস্যার কথা শুনলেন বোর্ড–চেয়ারপার্সন


কল্যাণপুর (ত্রিপুরা), ৪ মে (হি.স.) : ত্রিপুরা রবার বোর্ডের চেয়ারপার্সন পাতালকন্যা জমাতিয়া শনিবার কল্যাণপুর আরডি ব্লকের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের ওয়াতিলং পাড়া, ছনখলা ইত্যাদি এলাকা পরিদর্শন করেন। মূলত এই পরিদর্শন কালে পাতালকন্যা জমাতিয়া ওয়াতিলং পাড়া জুড়ে অবস্থিত বিভিন্ন রবার বাগান, মৎস্য চাষের জলাশয় ইত্যাদি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেন।

এই পর্বে রবার বোর্ডের চেয়ারপার্সন রাবার চাষীদের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় কিছুদিন পরপর যে হাতির আক্রমণ ঘটে এই বিষয়গুলো সম্পর্কেও সাধারণ মানুষের কাছ থেকে অবগত হন বলে জানা গেছে।

এদিকে সংক্ষিপ্ত পরিসরে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পাতাল কন্যা জমাতিয়া দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনার মধ্য দিয়ে রাজ্যের জনজাতি অংশ থেকে শুরু করে সকল স্তরের জনগণের আর্থসামাজিক ব্যবস্থার বিকাশে ভূমিকা পালন করে চলেছেন।

পাশাপাশি তিনি রবার চাষিদের বিষয়ে বলতে গিয়ে দাবি করেন, আগামী দিনে কীভাবে সংশ্লিষ্ট এলাকা সহ অন্যান্য বিভিন্ন এলাকার রবার চাষিদের সার্বিক ক্ষেত্রের মান উন্নয়ন করা যায় তার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande