তমলুকের ঘটনায় জেলা নির্বাচন অফিসারের রিপোর্ট তলব কমিশনের
কলকাতা, ৪ মে (হি.স.) : পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি-র মিছিলকারীদের সঙ্গে অবস্থানরত শিক্ষক-শিক্ষিক
তমলুকের ঘটনায় জেলা নির্বাচন অফিসারের রিপোর্ট তলব কমিশনের


কলকাতা, ৪ মে (হি.স.) : পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি-র মিছিলকারীদের সঙ্গে অবস্থানরত শিক্ষক-শিক্ষিকাদের একাংশের ধস্তাধস্তির ঘটনা নিয়ে জেলা নির্বাচন অফিসারের রিপোর্ট তলব করেছে কমিশন। সেই সঙ্গে নির্বিঘ্নে মনোনয়ন পর্ব শেষ করার সমস্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

শনিবারের ওই ঘটনার কথা জানার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। প্রয়োজনে পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিন, বিজেপির মিছিল থেকে ইট ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষকদের ধর্না মঞ্চের দিকে। ইটের ঘায়ে আহত হন বেশ কয়েক জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা। অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করে বিজেপি-র তরফে দাবি করা হয়েছে, তাঁদের উদ্দেশে এ দিন ধর্না মঞ্চ থেকে অকারণে অযৌক্তিক নানা কটূক্তি করা হচ্ছিল। মিছিলকারীরা তার প্রতিবাদ জানালে তাঁদের হেনস্থা করা হয়।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande