ত্রিপুরার বিভিন্ন দোকানে প্রচুর মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য দপ্তরের
আগরতলা, ৪ মে (হি.স.) : আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান। দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখ
ত্রিপুরার বিভিন্ন দোকানে প্রচুর মেয়াদোত্তীর্ণ সামগ্রী বাজেয়াপ্ত খাদ্য দপ্তরের


আগরতলা, ৪ মে (হি.স.) : আবারও বিভিন্ন দোকানে খাদ্য দপ্তরের অভিযান। দোকানে খাদ্যের গুণগত মান বজায় রাখতে সদর মহকুমা শাসকের নির্দেশে শনিবার বিকেলে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ–উত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত করে। পাশাপাশি রেস্টুরেন্ট এবং হোটেলে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে।

জানা গিয়েছে, এই অভিযানে খাদ্য দপ্তরের আধিকারিকরা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে বেশ একটি দোকানে অভিযান চালাতে গিয়ে প্যাকেট জাতীয় রুটি সহ ঠাণ্ডা পানীয় কিছু বোতল মেয়াদ উত্তীর্ণ দেখতে পায় এবং তা বাজেয়াপ্ত করা হয়। খাদ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, রাজধানী আগরতলা শহরসহ শহরের আশেপাশের বাজারগুলিতে যেখানেই তারা এই ধরনের অভিযানে যান সেখানেই এই ধরনের মেয়াদ–উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে।

দপ্তরের আধিকারিকরা আরও জানিয়েছেন, শনিবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে এবং আমতলি বাজারে যেসব দোকানে মেয়াদ–উত্তীর্ণ খাদ্য সামগ্রী এবং গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে সেসব দোকানের মালিকের বিরুদ্ধে তারা সদর মহকুমা শাসকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাবে এবং সদর মহাকুমা শাসক আইন অনুসারে পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন তারা জানিয়েছেন সদর মহকুমার অন্তর্গত ভিন্ন বাজারগুলিতে এভাবে রুটিন মাফিক অভিযান চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande