যুবভারতীতে মহারণ : মোহনবাগান ও মুম্বই কেউ কাউকে ছাড়তে রাজি নয়
কলকাতা, ৪ মে (হি.স.): শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মহারণ। আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আইএসএ
যুবভারতীতে মহারণ


কলকাতা, ৪ মে (হি.স.): শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মহারণ। আইএসএল ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে আইএসএলের দুই শক্তিশালী দল মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি৷ আর এই দু’দলের কাছে মর্যাদার লড়াই। এই দুই দল পরপর দু’বছর ফাইনালে খেলছে৷ গতবছর এই মুম্বইকে হারিয়েই মোহনবাগান ভারত সেরা দল হয়েছিল৷ এবারও মোহনবাগানের সামনে এসেছে আরো একবার ভারত সেরা দল হওয়ার৷ সেই সুযোগটা মোহনবাগান পাচ্ছে ঘরের মাঠে খেলা হওয়ায়৷ কারণ প্রায় ষাট-সত্তর হাজার দর্শকের সমর্থন তারা পাবে। তাছাড়া গত সেমিফাইনাল দ্বিতীয় লেগের ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে মোহনবাগান ওড়িশা এফসি’র বিরুদ্ধে৷

এই জয় তাদের আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে। মুম্বইও কিন্ত্ত ছেড়ে কথা বলবে না৷ তারাও এবার আইএসএলে শক্তিশালী দল।আজ মোহনবাগানকে চাপের মধ্যে রেখে তারাও ম্যাচটা জিততে চাইবে৷আই এসএলের লিগ শিল্ডএর প্রথম লেগে মোহনবাগানকে তারা হারিয়েছে। আর আইএসএলের সেমিফাইনালেও গোয়াকে ভালোভাবে হারিয়ে ফাইনালে উঠেছে। সুতরাং আজ যুবভারতী যে দারুন একটা ম্যাচ দেখতে চলেছে তাতে সন্দেহ নেই। মোহনবাগান ও মুম্বই দুটো দলই দু’বারের ট্রফি জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে৷

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande